ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ১৬ শাওয়াল ১৪৪৫

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করলো ডিফেন্স উইং বাংলাদেশ দূতাবাস কাতার

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করলো ডিফেন্স উইং বাংলাদেশ দূতাবাস কাতার

ছবি : গ্লোবাল টিভি

পঞ্চাশ তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে ডিফেন্স উইং বাংলাদেশ দূতাবাস কাতার। 

রবিবার দেশটির ওয়েস্ট ভে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ দূতাবাস কাতার-এর আমন্ত্রণে এ সময় উপস্থিত ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তাসহ কাতারে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ও বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউর শীর্ষ নেতারা। 

পবিত্র কুরআন তেলোয়াত এবং বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীতের প্রতি সন্মান প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানে মূল পর্ব শুরু হয়। 

এসময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় অর্জন তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন এনডিসি। দূতাবাসের ডিফেন্স এডভাইজার মো. সাজ্জাদ হোসেন। 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কেক কাটায় অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত এবং বিদেশি অতিথিরা। 

এমএস