ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার স্থানীয় ৭ টা ৩০ মিনিটে ভবন থেকে আগুন এবং প্রচুর ধোঁয়া বেরুতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে অগ্নিনির্বাপক কর্মীদের।
নগরীর জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানান, পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। এ আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। আগুন নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হচ্ছে না। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে । আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি।
কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকি দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়। সূত্র : এএফপি ও বাসস
এমএস