ফাইল ছবি
এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে ৬০ শতাংশ। দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা উর্ধ্বগতির দিকে। গত সপ্তাহে দৈনিক সংক্রমণের হার ছিলো ১ দশমিক পাঁচ সাত শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ২ দশমিক চার তিনি শতাংশ।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য দেন অসংক্রাক রোগ প্রতিরোধ কর্মসূচির পরিচালক রোবেদ আমীন।
এসময় তিনি আরো বলেন, দেশে করোনায় যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে ৭০ শতাংশের বয়স ৫০ এর বেশি। তবে অল্প বয়সীদেরও মৃত্যু দেখা যাচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত যে গবেষণা তাতে ওমিক্রন নিয়ে বিস্তারিত কিছু পাওয়া যায়নি। শুধু জানা যায় এর সংক্রমণ ক্ষমতা বেশি। তাই যাদের করোনার দ্বিতীয় ডোজ নেয়ার ৬ মাস পার হয়েছে, তাদের বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দেন রোবেদ আমীন।
এমএস