ছবিঃ সংগৃহীত
ভারত থেকে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আসা ২ বাংলাদেশির করোনা শনাক্ত হয়েছে।
বুধবার তাঁরা ভারত থেকে বেনাপোল চেকপোস্টে এলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন। তবে, তাঁদের সঙ্গে থাকা আরেক যাত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা শনাক্ত ২ জন হলেন- হাবিবুর রহমান (৬০) ও হাবিবুল্লাহ সোহান (৩০)।
বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান জানান, আক্রান্ত ২ জনকে ও তাঁদের সঙ্গে থাকা আরেক যাত্রীকে বিশেষ ব্যবস্থায় বেনাপোল থেকে যশোর নিয়ে আইসোলেশনে রাখার পর তাদের যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হবে।
এএইচ