ছবিঃ সংগৃহীত
রাজধানীর বাংলামোটরের রাহাত টাওয়ারে ১১তলা ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৪মিনিটে আগুন লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, আগুন লাগা রাহাত টাওয়ারে যমুনা টেলিভিশনেরর সেন্টার রয়েছে। আগুন লাগার পর প্রতিষ্ঠানটির কর্মীরা নিরাপদে বেরিয়ে রাস্তায় নেমে গেছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এএইচ