ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ১৬ শাওয়াল ১৪৪৫

কাজাকিস্তানে সহিংসতা : পুলিশসহ নিহত ৪৪

কাজাকিস্তানে সহিংসতা : পুলিশসহ নিহত ৪৪

ফাইল ছবি

কাজাকিস্তানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪৪ জন নিহত হয়েছে।

আজ শুক্রবার কাজাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে ২৬ ‘অস্ত্রধারী অপরাধী’কে হত্যা করা হয়েছে। অপরদিকে আরো তিন হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে সংঘর্ষে ১৮ পুলিশ ও ন্যাশনাল গার্ড সার্ভিসের সদস্য নিহত হয়েছেন।

এদিকে কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ বিক্ষোভ দমনে কোনো সতর্কীকরণ ছাড়াই গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন।

শুক্রবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, শক্তিশালী ‘সন্ত্রাসবিরোধী অভিযানের’ মাধ্যমে ‘সন্ত্রাসীদের’ ধ্বংস করা হবে।

এদিকে তোকায়েভের অনুরোধ বৃহস্পতিবার রাশিয়া এক শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে।

হঠাৎ করে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছয় দিন আগে এই বিক্ষোভ শুরু হলেও বর্তমানে কাজাখস্তানের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে তা এক গণবিক্ষোভের রূপ নিয়েছে। সূত্র : আলজাজিরা

এমএস