ছবি : সংগৃহীত
নাসিক নির্বাচনে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ খবর লেখা পর্যন্ত ১৯২টি কেন্দ্রের মধ্যে ১৫০টি কেন্দ্রের তথ্য অনুযায়ী, নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৩৭৩ ভোট।
এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এএইচ