ফাইল ছবি
আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ২০ ম্যাচ খেলে ১৭.৩৯ গড়ে ২৮টি উইকেট নেয়ার পথে প্রতিপক্ষের ব্যাটারদের কেমন ধাঁধায় ফেলতে পেরেছেন, এই বাঁহাতি পেসারের ৭.০০ স্ট্রাইক রেটই বলছে সে কথা।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে বুধবার ঘোষিত এই সেরা একাদশে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের দুই নম্বর দল ভারতের কারোরই জায়গা হয়নি। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন করে ঠাঁই করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার আছেন দুজন আর ইংল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে।
একনজরে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল :
১) জস বাটলার (ইংল্যান্ড)
২) মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, পাকিস্তান)
৩) বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান)
৪) এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা)
৫) মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
৬) ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)
৭) তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)
৮) জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
৯) ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
১০) মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
১১) শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
এএইচ