ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ৯ শাওয়াল ১৪৪৫

বইমেলায় ‘সমান্তরাল দ্বৈরথ’ ও ‘সাদাকালো মেঘের জীবনগল্প’

বইমেলায় ‘সমান্তরাল দ্বৈরথ’ ও ‘সাদাকালো মেঘের জীবনগল্প’

ছবিঃ গ্লোবাল টিভি

অমর একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে মোড়ক উন্মোচন হলো কণ্ঠস্বর প্রকাশনী থেকে প্রকাশিত দু'টি  বই - কবি এস. এম. মোস্তাক আলী ও দুরন্ত সৈকতের যৌথ কাব্যগ্রন্থ ‘সমান্তরাল দ্বৈরথ’ ও ৯ জন গল্পকারের যৌথ গল্পগ্রন্থ ‘সাদাকালো মেঘের জীবনগল্প’-এর। 

অনুষ্ঠানে প্রধান অতিথি  থেকে বই দু'টির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির জীবনসদস্য কবি আতিক হেলাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি  কবি শাহী সবুর,  জাফর পাঠান, অসীম ভট্রাচার্য, দুরন্ত সৈকত, খন্দকার আশরাফুল ইসলাম এবং প্রকাশক খান মোঃ তবারক হাসান ও মোস্তাফিজুর রহমান রেমন্ড। 

‘সাদাকালো মেঘের জীবনগল্প’ গ্রন্থে জীবন ঘনিষ্ঠ গল্পগুলো লিখেছেন সামশুল আরেফিন, তৌহিদ হোসেন মজুমদার, খান তবারক হাসানতপু, আবুল খায়ের নূর, মনিরুল তালুকদার,খাদিজা হীরা, হাসনাত এইচআর, সবুজ চন্দ্র দে ও মোস্তাফিজুর রহমান রেমন্ড। 
 
বইগুলো পাওয়া যাচ্ছে একুশে বইমেলার  ৫৭৩, ৭০৮-৭০৯ নং স্টলে (সোহরাওয়ার্দি উদ্যান)।

এএইচ

গ্লোবাল টিভি বিডি