ছবিঃ: গ্লোবাল টিভি
মোঃ মোক্তাদ হোসেন গাজীপুর: গাজীপুরে এক যুবলীগ নেতার অবৈধ ঝুট ব্যবসা, পদবাণিজ্য নিয়ে রিপোর্ট করায় সমকাল পত্রিকার সম্পাদক, প্রকাশক ও রিপোর্টারের বিরুদ্ধে মামলা করায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সংবাদকর্মীরা।
আজ দুপুরে শ্রীপুর ও হোতাপাড়া এলাকায় স্থানীয় সংবাদ কর্মীরা এ মানবন্ধন করেস। বক্তারা অবিলম্বে মহানগর যুবলীগের ওই যুগ্ম আহ্বায়ক সাইফুলের অবৈধ সম্পদের হিসাব নেয়া ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
গত ১১ মার্চ দৈনিক সমকাল পত্রিকায় ‘যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এর ১২ দিনের মাথায় ৫ কোটি টাকার মানহানি মামলা করেন সেই যুবলীগ নেতা। এর প্রতিবাদ আন্দোলনের নামেন স্থানীয় সংবাদ কর্মীরা।
এএইচ