ফাইল ছবি
রেজাউল করিম খান, নাটোর: নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব। এসময় আটক করা হয়েছে কুমিল্লার আনিছ ও জিলানী নামে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন জানান, ট্রাকে করে গাঁজার একটি বড় চালান পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রাকের গতিরোধ করে তিনটি বস্তায় বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ৫০ কেজি শুকনো গাঁজা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব মাদক সংগ্রহ করে দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।
এএইচ