ছবিঃ: গ্লোবাল টিভি
বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও চিত্রশিল্পী মহিউদ্দিন আকবরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর বাসাবোতে মরহুমের পরিবারের পক্ষ থেকে আয়োজিত স্মরণসভায় কবি জালাল খান ইউসুফীর পরিচালনায় সভাপতিত্ব করেন ‘চত্বর’ পত্রিকার সম্পাদক শহীদুল্লাহ আনসারী।
অনুষ্ঠানে মহিউদ্দিন আকবরের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি নূর আল ইসলাম, আতিক হেলাল, কামরুজ্জামান, রবিউল মাশরাফী, গাজী আবু সাঈদ, মাহবুব মুকুল, ওমর বিশ্বাস, প্রহরী মনিরুজ্জামান, ওয়াহিদ আল হাসান, সেলিম খান, মুনীরুল ইসলাম, আবু নাসের মো. ফায়জুল্লাজ ও আবু তাহের মো. আতাউল্লাহ প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন গোলাম নবী পান্না ও লিটন হাফিজ।
অনুষ্ঠানে কাব্যকথা প্রকাশনী থেকে প্রকাশিত মহিউদ্দিন আকবরের ‘কিশোর রহস্যগল্প সমগ্র’ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এএইচ