ফাইল ছবি
গেল ২৪ ঘণ্টায়ও দেশে কোনও করোনার রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৭ দিন দেশে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ১০ রোগী। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জন।
শনিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনাক্ত ১০ জনের মধ্যে ৭ জনই ঢাকা জেলার।
এর বাইরে খুলনা, কুষ্টিয়া ও সিলেটে একজন করে রোগী শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে ২০২০ সালের ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এমএস