ফাইল ছবি
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের বর্ষসেরা পুরস্কারের জন্য আটজনের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। লিগে ম্যানইউয়ের অবস্থা শোচনীয় হলেও গোটা মৌসুম জুড়েই উজ্জ্বল ছিলেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ৩০ ম্যাচে করেছেন ১৮ গোল।
এই তালিকায় রয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন।
তবে লিভারপুলের আরেক তারকা সাদিও মানেরও নাম নেই এই তালিকায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২২ গোল করেছেন সালাহ। আর ডি ব্রুইনের গোল সংখ্যা ১৫।
একনজরে ইপিএলে বর্ষসেরার জন্য মনোনীতদের তালিকা-
১) মোহাম্মদ সালাহ (লিভারপুল)
২) কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)
৩) জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি)
৪) সন হিউং-মিন (টটেনহ্যাম)
৫) ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার (লিভারপুল)
৬) জ্যারোড বোয়েন (ওয়েস্ট হ্যাম)
৭)বুকায়ো সাকা (আর্সেনাল)
৮) জেমস ওয়ার্ড প্রোস (সাউদাম্পটন)।
এএইচ