ছবিঃ: গ্লোবাল টিভি
মোঃ মোক্তাদ হোসেন গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (১৮মে) বুধবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, চন্দ্রায় নূর গ্রুপের রায়হান নিট কম্পোজিট কারখানার পাঁচ তলায় সুতার গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশে বিস্তার লাভ করে। শ্রমিক ও কারখানার লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিস খবর দেয় কারখানার কর্তৃপক্ষ।
খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং পরে সাভার সাভার ইপিজেট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে কাজ করে। কালিয়াকৈর ও সাভার ইপিজেট ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার ৫ তলা থেকে নিচে নামার সময় ও নিরাপদ স্থানে যাওয়ার সময় ৫ জন আহত হন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও কিভাবে আগুন লাগে তা জানা যায়নি।
এএইচ