ফাইল ছবি
বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। চট্টগ্রামে প্রথম টেস্টে খেলা পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাঈম হাসান চোটের কারণে খেলতে পারছেন না।
তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।
চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হওয়ায় এই টেস্টটি সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসান শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
এএইচ