ফাইল ছবি
বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। তবে কাসুন রাজিথার করা ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। চট্টগ্রাম টেস্টে ৫৮ রান করা এই ব্যাটার আজ খুলতে পারেননি রানেই খাতাই।
এরপর শূন্য রানে ফিরেন তামিম ইকবালও। আতিশা ফর্নান্ডোর শিকার তিনি।
নাজমুল হোসেন শান্ত ৬ ও মমিনুল হক ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসান শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
এএইচ