ফাইল ছবি
বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ঘরের মাঠে এখন সর্বোচ্চ রান মুশফিকের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন মঙ্গলবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে এই কীর্তি গড়লেন তিনি।
এরআগে তামিম ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সংগ্রহ ছিল মোট ৭০৬৩ রান। সেখানে মুশফিকুর করে ফেলেছেন ৭০৬৫ রান।
দ্বিতীয় দিনে তার সঙ্গী লিটন আজ আউট হলেও ১৭১ রান নিয়ে এখনও ক্রিজে আছেন মুশফিক। দেড় শ’ রান সংগ্রহের পর ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এই কীর্তি অর্জন করেন মুশফিক। তামিমের রেকর্ড ভেঙে এখন ঘরের মাঠে সর্বোচ্চ রানের সংগ্রহটাও তার।
প্রসঙ্গত, মুশফিকুর সোমবারই লঙ্কানদের বিরুদ্ধে শতরান করে ৭ হাজার আন্তর্জাতিক রান পূরণ করেন। এই তালিকায় তিনে রয়েছেন সাকিব আল হাসান। তার সংগ্রহ ৬৪৮৭ রান। মাহমুদুল্লাহ চারে থাকলেও তিনি তাদের থেকে অনেকটা পিছিয়ে। তার সংগ্রহ ৪৬৯২ রান।
এএইচ