ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ৯ শাওয়াল ১৪৪৫

লিবিয়ার ডিটেনশন থেকে দেশে ফিরলেন ১৬০ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন থেকে দেশে ফিরলেন ১৬০ বাংলাদেশি

ছবিঃ সংগৃহীত

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকা ১৬০ জনবাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বুরাক এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করে। 

বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হয়েছে। দেশে ফেরার জন্য আইওএমের কাছে পর্যায়ক্রমে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৬০ বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হলো। বাকিদেরও দ্রুত দেশে ফেরানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।  

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে বিদায় জানান। 

এএইচ