ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ৮ রমজান ১৪৪৫

পোল্যান্ডে ঈদুল আযহা উদযাপন

পোল্যান্ডে ঈদুল আযহা উদযাপন

পোল্যান্ডে ঈদুল আযহা উদযাপন

বিশ্বের অন্যান্য দেশের মতো পোল্যান্ডেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটিতে অবস্থানরত বাঙালিরা পোল্যান্ডের রোকলোয় অবস্থিত মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পর ঈদ উপলক্ষে দেশি খাবারের ব্যবস্থাও করা হয়। এসময় বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটির বিভিন্ন প্রান্ত থেকে স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

ঈদ উপলক্ষে সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক এমনকি প্রবাসীদের বিদেশি স্বামী ও স্ত্রীরাও বাংলাদেশি পোশাকে উপস্থিত ছিলেন। এসময় কোরবানির ঈদ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ গ্রাজুয়েট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ হুসাইন আলম। তিনি জানান, দেশের ঈদ আর এখানকার ঈদের মাঝে কিছু পার্থক্য থাকলেও এখানে অন্যান্য বাঙালিদের সাথে দিনটি আনন্দের সাথেই উপভোগ করছেন। তিনি আরো জানা, ঈদ এলেই পরিবারের সাথে কাটানো দেশের ঈদ স্মৃতিগুলো চোখে ভাসে। তবে বাস্তবতা মেনে নিয়ে এখানেই থাকতে হচ্ছে। 

এমএস