ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭ আশ্বিন ১৪৩০ | ৬ রবিউল আউয়াল ১৪৪৫

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

ছবিঃ: সংগৃহীত

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াইয়ে জিতলেন লিজ ট্রাসই। সে হিসেবে তিনিই হচ্ছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাকের চেয়ে ২১ হাজার বেশি ভোট পেয়েছেন লিজ ট্রাস।

সোমবার স্থানীয় সময় দুপুরে ব্রিটিশ সরকারের কেন্দ্র ওয়েস্টমিনস্টার এলাকার রানি দ্বিতীয় এলিজাবেথ সেন্টারে কনজারভেটিভ পার্টির দলীয় ভোটাভুটির ফল ঘোষণা করা হয়। এর পরই বিজয়ী প্রার্থী লিজ ট্রাস দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন।  

লিজ ট্রাস পেয়েছেন ৮১৩২৬ ভোট। ঋষি সুনাক পেয়েছেন ৬০৩৯৯ ভোট। বৈধ ভোটের প্রায় ৫৭% পড়েছে লিজ ট্রাসের পক্ষে। নেতা নির্বাচনের লড়াইয়ে ভোটদানের হারও ছিল বেশ উঁচু। দলের ৮২.৬% সদস্য ভোট দিয়েছেন। নষ্ট হওয়া বা ভুলভাবে ব্যালট পূরণ করার জন্য ৬৫৪ টি ভোট নাকচ হয়েছে।

এর আগে দলের নেতৃত্বের লড়াইয়ে বরিস জনসন ২০১৯ সালে ৬৬.৪% ভোট পেয়েছিলেন। ২০০৫ সালে ডেভিড ক্যামেরন ৬৭.৬% এবং ২০০১ সালে ইয়ান ডানকান স্মিথ পেয়েছিলেন ৬০.৭% ভোট।

লিজ ট্রাস মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানির সঙ্গে দেখা করতে যাবেন। তখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন রানি।

সূত্র : বিবিসি।

এএইচ