ফাইল ছবি
আজ উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের ৮৯তম জন্মদিন। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে মঙ্গেশকর পরিবারে তার জন্ম।
মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারের সঙ্গে চলে আসেন পুনে থেকে কোলহাপুরে এবং পরবর্তী সময়ে মুম্বাইয়ে। ১৯৪৩ সালে জীবনে প্রথমবার কোনও সিনেমার জন্যে গান তিনি। মরাঠি সিনেমা মাঝা বাল-এর ‘চালা চালা নভ বালা’ গানটি শোনা যায় আশার গলায়। হিন্দি সিনেমার জগতে তার পদার্পণ ১৯৪৮ সালে হংশরাজ বেহলের সিনেমা ‘চুনারিয়া’ দিয়ে। তবে হিন্দি সিনেমাতে তার প্রথম একক গান শোনা যায় ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘রাত কি রানি’তে।
১৯৫০ সাল থেকে হিন্দি সিনেমার জগতে ধীরে ধীরে শুরু হয় আশা ভোঁসলের উত্থান। ৫০, ৬০, ৭০,৮০ এবং ৯০-এর দশকে শ্রেষ্ঠ সংগীত পরিচালকদের সঙ্গে একের পর এক সুপার হিট গান উপহার দিয়েছেন তিনি।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আশার নাম রয়েছে নাম। একজন শিল্পীর রেকর্ড করা গানের সংখ্যায় তিনি বিশ্বের সবাইকে ছাপিয়ে গিয়েছেন। গানের জগতে এই সুরেলা সফরে তার সঙ্গী ছিলেন তার দ্বিতীয় বিখ্যাত সঙ্গীতজ্ঞ স্বামী রাহুল দেব বর্মন।
ছয় দশক ধরে সুরে সুরে মাতিয়ে রেখেছেন উপমহাদেশের কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। বাংলা, হিন্দি, তামিলসহ বহু ভাষায় গেয়েছেন হাজার হাজার গান।
এএইচ