ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ১৮ রমজান ১৪৪৫

এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান

ছবিঃ: সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে আজ রবিবার মুখোমুখি হচ্ছে ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে বিদায় করা শ্রীলঙ্কা টুর্নামেন্টের সফলতম দল। এটি তাদের দ্বাদশ ফাইনাল। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেদের সময়ে শেষবার (২০১৪ সালে ঢাকায়) চ্যাম্পিয়ন হয় তারা।

অন্যদিকে পাকিস্তান দল শেষবার এশিয়া কাপ জিতেছে ঢাকায় ২০১২ সালে। চারবার ফাইনাল খেলে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান এর মধ্যে তিনবারই শিরোপার লড়াইয়ে সামনে পেয়েছে লঙ্কানদের। একবার জিতলেও হেরেছে দুইবার।

শুক্রবার রাতে সুপার ফোর পর্বের নিয়ম রক্ষার শেষ ম্যাচটি দুই দলের জন্যই হয়ে উঠেছিল ফাইনালের মহড়া। তাতে বাবর আজমদের ৫ উইকেটে উড়িয়ে দিয়েও ফাইনালের আগে সতর্কতায় কোনো ঘাটতি নেই লঙ্কানদের।

এএইচ