ঢাকা, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ | ১৭ অগ্রহায়ণ ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসের ইন্তেকাল

নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসের ইন্তেকাল

ছবিঃ: সংগৃহীত

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম নাসির উদ্দিন বিশ্বাস দৌলতপুর উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামের সন্তান। সোমবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন বিশ্বাস (৭৭) মারা যান। 

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় আল্লারদর্গা সোনাইকুন্ডি ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা কবরস্থান মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। পরে কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় চিরনিদ্রায় শায়িত হন তিনি।

বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ কুষ্টিয়ার বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

১৯৪৫ সালের ২২ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ইদ্রিস আলী বিশ্বাস ও মা রহিমা বেগম। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে নাসির উদ্দিন বিশ্বাস ছিলেন দ্বিতীয়।

১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭১ সালে একই কলেজ থেকে বিকম পাস করেন। ১৯৭১ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কৃষি কাজের মধ্যদিয়ে তার কর্মজীবন শুরু হয়। ১৯৭২ সালে তিনি তামাক ব্যবসা শুরু করেন। ১৯৭৬ সালে আল্লারদর্গায় নাসির বিড়ি ফ্যাক্টরী গড়ে তোলেন। ১৯৭৭ সালে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে নর্থবেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ১৯৯৬ সালে নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ, ২০০০ সালে রিডায়িং প্লান্ট ও বিশ্বাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস লিমিটেড এবং ২০০২ সালে নাসির গ্যাস ইন্ডাস্ট্রিজ নামে মোট ৭টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন।

নাসির উদ্দিন বিশ্বাস ১৯৮৮ সালে আল্লারদর্গায় নাসির উদ্দিন গার্লস হাইস্কুল স্থাপন করেন এবং ২০০২ সালে তা কলেজে উন্নীত করেন। ১৯৯১ সাল থেকে প্রতিবছর কুষ্টিয়ার ১০০ জন করে ছাত্র/ছাত্রীকে বৃত্তি প্রদান করে আসছেন। ১৯৯১ সালে স্ত্রীর নামে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল স্থাপন করেন। ১৯৯২ সালে মায়ের নামে রহিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন। ১৯৯২ সাল থেকে অন্ধত্ব মোচনের জন্য চক্ষু শিবির নামে নিজ অর্থায়নে চিকিৎসা সেবার কাজটি করে যাচ্ছেন। ১৯৯৪ সালে দৌলতপুর উপজেলার বাড়গাংদিয়াতে নাসির উদ্দিন বিশ্বাস কলেজ প্রতিষ্ঠা করেন।

নাসির উদ্দিন বিশ্বাস ২০০২ সাল থেকে দৌলতপুর অঞ্চলে নিজস্ব অর্থায়নে ১৩টি ইউনিয়নে ১৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে তা পরিচালনা করেন। বর্তমানে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি বা জাতীয়করণ হয়েছে।

এএইচ