ঢাকা, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ | ১৭ অগ্রহায়ণ ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোচিত আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

আলোচিত আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

ফাইল ছবি

পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। লাহোরে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন আইসিসির এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ার। তাঁর বয়স হয়েছিলন ৬৬ বছর।

৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্ট ম্যাচ পরিচালনা করেছেন আসাদ রউফ। ২০০৬ সালে জায়গা পান আইসিসির এলিট প্যানেলে। তার আগের বছর ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেন রউফ। ওয়ানডেতে প্যানেলভুক্ত আম্পায়ার হন ২০০৪ সালে। প্রথম ওয়ানডে পরিচালনা করেন ২০০০ সালে।

২০১৩ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছিল রউফের। অভিযোগ ছিল, জুয়াড়িদের থেকে দামি দামি উপহার এবং টাকা নিয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২০১৩ সালে পর থেকে তাকে আন্তর্জাতিক ক্রিকেটেও আর ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি।

এএইচ