ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ১৭ রমজান ১৪৪৫

আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া

ছবিঃ: গ্লোবাল টিভি

আজ শনিবার রংপুর বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গতকালের তাপমাত্রা 
সর্বোচ্চ : ঢাকা ৩১.৭ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩১.৯ ডিগ্রি সে.। রাজশাহী ৩২.০ ডিগ্রি সে.। রংপুর ৩১.৮ ডিগ্রি সে.। খুলনা ৩৪.০ ডিগ্রি সে.। বরিশাল ৩৩.০ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩১.৫ ডিগ্রি সে.। সিলেট ২৯.৫ ডিগ্রি সে.।

সর্বনিম্ন : ঢাকা ২৬.৯ ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.০ ডিগ্রি সে.। রাজশাহী ২৩.৭ ডিগ্রি সে.। রংপুর ২৫.৪ ডিগ্রি সে.। খুলনা ২৪.৫ ডিগ্রি সে.। বরিশাল ২৪.৯ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.০ ডিগ্রি সে.। সিলেট ২৪.৫ ডিগ্রি সে.।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর।


এএইচ