ছবি: গ্লোবাল টিভি
ফিরোজ শাহ, জামালপুর: জামালপুর দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের ইসলামপুর পৌর এলাকার পাথারঘাটি নামক স্থানে বুধবার ট্রাক চাপায় আশিকুর রহমান (৭) নামে এক শিশু মারা গেছে ।
নিহত আশিক ইসলামপুর পৌর এলাকার বেপারী পাড়া গ্রামের বেংগু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় ঢাকা মেট্রো ট -১৩-৫৭৭ নাম্বারের বেগুন বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই মারা যায় আশিক।
স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, নিহত শিশু আশিকের বাবা বেংগু মিয়া একটি মামলায় জেলহাজতে রয়েছেন । মা আখিরা বেগম আশিকের বাবার জামিনের জন্য জামালপুর আদালতে অবস্থান করায় বাড়িতে কোন লোক পাওয়া যায়নি।
এএইচ