ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭ আশ্বিন ১৪৩০ | ৬ রবিউল আউয়াল ১৪৪৫

দোয়ারাবাজারে ৯ম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

দোয়ারাবাজারে ৯ম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

ছবি: গ্লোবাল টিভি

এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুমেনা আক্তার (১৬) নামের ৯ম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুমেনা উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। সে বাংলাবাজার ইউনিয়নের বাগমারা আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, সকালে সুমেনা আক্তার নিজ কক্ষে বাঁশের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে তাৎক্ষণিক নিচে নামান। পরে বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার সত্যতা জানা যাবে।

এএইচ