ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বেইমানের দল। খুনিদের দল। খুনিদের দায়মুক্ত করার জন্য এরা আইন করেছে। এরা জেলহত্যা করেছে। এদেরকে বিশ্বাস করবেন না’।
আজ বৃহস্পতিবার যশোর জেলা আওয়ামী লীগের জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান পেছনে না থাকলে বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেত না। জেল হত্যার সাহস পেত না। শহরে বড় লোকের বাড়ির সামনে লেখা থাকে ‘কুকুর হইতে সাবধান’। আমি বলি ‘বিএনপি হইতে সাবধান’। এরা ক্ষমতায় থাকতে বিদ্যুৎ খেয়েছে। আবার যদি ক্ষমতায় আসে পুরো দেশটাকে গিলে খাবে।
তিনি বলেন, খেলা হবে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে বিএনপির বিরুদ্ধে। আগামী বিজয়ের মাসে রাজপথে, খেলা হবে আগামী নির্বাচনে। আপনারা প্রস্তুত হয়ে যান। বিজয়ের মাসে প্রস্তুত হয়ে যান, খেলা হবে নির্বাচনে।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। উন্নয়ন চালিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।’
এএইচ