ঢাকা, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ | ১৭ অগ্রহায়ণ ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

বাগেরহাটে সম্প্রীতি বাংলাদেশের পরিচিতি সভা

বাগেরহাটে সম্প্রীতি বাংলাদেশের পরিচিতি সভা

ছবি: গ্লোবাল টিভি

সোহেল রানা বাবু, বাগেরহাট: সম্প্রীতি বাংলাদেশ বাগেরহাট শাখার আয়োজনে বাগেরহাটে সংগঠনের কমিটির পরিচিতি,সম্প্রীতি সভা ও বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের এসি লাহা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক নাট্যকর পীজূষ বন্দোপাধ্যয়। 

সম্প্রীতি বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জির সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও পুলিশ সুপার কে এম আরিফুল হক। 

প্রধান বক্তা হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ও বাগেরহাট কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডাঃ মামুন আল মাহাতাব স্বপ্নীল। বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন সাবেক সচিব ও   সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন আহমেদ। 

সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান এবং বাগেরহাট জেলা কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। 

 অনুষ্ঠান শেষে শিল্পীরা বাউল সঙ্গীত পরিবেশন করেন।

এএইচ