ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ৮ শাওয়াল ১৪৪৫

বিএসএমএমইউর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ ডা. মিলন দিবস

আজ শহীদ ডা. মিলন দিবস

ছবি: গ্লোবাল টিভি

নিজস্ব প্রতিবেদক: আজ শহীদ ডা. মিলন দিবস। নব্বইয়ের স্বৈরচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. শামুল আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপিত শহীদ ডা. মিলনের স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় আওয়ামী লীগ ও  বিএনপিসহ আরো অনেক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

এসময় অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, শহীদ ডা. মিলন নিজের বুকের তাজা রক্ত দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। দেখতে দেখতে ডা. মিলনের শহীদ হওয়ার ৩২ বছর পার হয়ে গেলো। ডা.  মিলনের স্বপ্ন গণতন্ত্র বাংলাদেশে বজায় থাকুক। আজকের দিনের শপথ হোক কোন ভাবেই যেন এদেশ গণতন্ত্র ভূলন্ঠিত না হয়। গণতান্ত্রিক ধারা যেন ব্যাহত না হয়। যেকোনো মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।  

এএইচ
গ্লোবাল টিভি বিডি