ছবি: গ্লোবাল টিভি
সৈয়দ আসুজ্জামান সুহান, মিশিগান, যুক্তরাষ্ট্র: পাঠক নন্দিত পত্রিকা ‘সুপ্রভাত মিশিগান’ ৪ বছর পেরিয়ে ৫ বর্ষে পদার্পণ করলো। ৩১ ডিসেম্বর রাতে নগরীর মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে কেক কেটে সুপ্রভাত মিশিগানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্যের সভাপতিত্বে উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শাহেদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনটিভির সেলিম আহমদ, ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের সভাপতি দেবাশীষ দাশ, বিশিষ্ট রিয়েলটর ব্যবসায়ী মাসুম আহমদ, শিব মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু।
বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী, নিউয়র্কস্থ হবিগন্জ সদর সমিতি ইনক-এর সভাপতি মিয়া মোঃ আছকির, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমদ, সৈয়দ আসাদুজ্জামান সুহান, কমলেন্দু পাল, তপন শিকদার, জিতেন গোপ, হীরালাল কপালী প্রমুখ। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রধান কো অর্ডিনেটর সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃদুল কান্তি সরকার অনুষ্ঠান পরিচালনা করেন।
এএইচ