ফাইল ছবি
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অবসরের ঘোষণা দিলেন সানিয়া। ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ডব্লিউটিএ ১০০০’ টুর্নামেন্টটি খেলেই টেনিসকে বিদায় জানাবেন তিনি।
৩৬ বছর বয়সি এই তারকা অবশ্য অবসরের ঘোষণা এর আগেও একবার দিয়েছিলেন। বলেছিলেন গত ইউএস ওপেন খেলেই তুলে রাখবেন র্যাকেট । কিন্তু চোটের কারণে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটি খেলতে পারেননি। তাই অবসরের দিনক্ষণ পিছিয়ে দেন সানিয়া। কোর্ট থেকেই বিদায় নিতে চান তিনি।
সানিয়া বলেন, ‘আমি ভেবেছিলাম ইউএস ওপেন খেলে অবসর নেব। কিন্তু প্রতিযোগিতার আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলাম। আমি সব সময় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি। চাইনি চোটের কারণে অবসর নিতে বাধ্য হই। ঠিক করেছিলাম, খেলেই অবসর নেব। তাই দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি। ৩৬ বছর বয়স হল। শরীর আর পারছে না। মানসিকভাবে হয়তো এখনও চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে কত দূর টানা যায়? ২০ বছর তো খেললাম। এখন জীবনে অনেক কিছু বদলেছে। প্রতিদিন আর এতো ধকল নিতে পারছি না।’
এএইচ