ছবি: গ্লোবাল টিভি
সজীব আহমেদ রিয়ন, কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কাউসার খান (৪৫) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে আগানগর ইস্পাহানি নদীধারা আবাসিক এলাকার ২ নম্বর গলির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কাউসার ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাউয়াখোলা গ্রামের মৃত হোসেন খানের ছেলে। সে ইস্পাহানি এলাকায় চৌধুরী ভিলায় কেয়ারটেকারের কাজ করতো। পুলিশের ধারণা, রাতের কোন সময় শ্বাসরোধ তাকে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।
এএইচ