ছবি: গ্লোবাল টিভি
সুজন আহম্মেদ, চাঁদপুর: চাঁদপুরের কচুয়ার উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুমিল্লাগামী বোগদাদ বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দক্ষিণ নোয়াগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন ও কুমিল্লার লাকসাম উপজেলার দামতিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জাবেদ হোসেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল।
এএইচ