ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

একজনকে ফেরত দেয়া হয়নি

৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত ৩ কৃষক

৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত ৩ কৃষক

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত স্থানীয় চার কৃষকের মধ্যে তিনজন ছাড়া পেয়েছেন ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে। তবে এখনো একজনের মুক্তি মেলেনি। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তিনজন ফিরে আসেন বলে স্থানীয়রা জানান। 

মুক্তিপণ দিয়ে ফিরে আসা তিন কৃষক জানিয়েছেন, আবদুস সালাম নামের ওই কৃষক অপহরণকারী ডাকাতদের চিনে ফেলেছেন,  এ কারণে তাকে মুক্তি দেয়নি। টেকনাফের পাহাড়ের আস্তানায় থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণের ঘটনায় জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ।

অপহৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেনের ছেলে আবদুস সালাম, গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান এবং রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও আবদুল হাকিম।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, গত রবিবার (৮ জানুয়ারি) সকালে স্থানীয় লেচুয়াপ্রাং এলাকায় খেত পাহারা দিতে গিয়ে অপহৃত ৪ কৃষক। পরে তাদের পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। এসময় দুর্বৃত্তরা অপহৃতদের স্বজনদের কল দিয়ে ২৫ লাখ টাকা দাবি করেন। পরে ৬ লাখ টাকা দিয়ে তিনজন মুক্তি পেলেও আবুল হোসেনের ছেলে আব্দুল সালামকে মুক্তি দেয়নি দুর্বৃত্তরা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানিয়েছেন, অপহৃতদের মধ্যে তিনজন ফিরে আসার কথা তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে।

গত ৪ মাসে টেকনাফের হ্নীলা ও বাহারছড়া ইউনিয়ন থেকে ২৯ জনকে পাহাড়ী সন্ত্রাসীরা অপহরণ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এএইচ