ছবি সংগৃহীত
রাজধানীর পল্টন থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আ ফ ম ইফতেখার রহমান জয় ৫০০ অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। রাত ১১টায় পল্টন এলাকার দৈনিক বাংলা, বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয় নগর, কাকরাইল মোড়,নয়া পল্টন, শান্তি নগর, পলওয়েল মার্কেট এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানের অসহায়, দুঃস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পল্টন থানা আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময়, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয় বলেন, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা সবসময় অসহায়, দুঃস্থ, ছিন্নমূল মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির আমাদের সবসময় এমন জনকল্যাণমূলক কাজে ব্যাপক উৎসাহ ও সহযোগিতা প্রদান করে আসছেন। আমরা প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে সবসময় জনতার সেবায় কাজ করতে চাই।
প্রসঙ্গত : আ ফ ম ইফতেখার রহমান জয় পল্টন থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি পল্টন থানাধীন ১৩ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।