ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭ আশ্বিন ১৪৩০ | ৬ রবিউল আউয়াল ১৪৪৫

যে কোনো সংকটে জনগণের পাশে থাকে ছাত্রলীগ : শিক্ষামন্ত্রী

যে কোনো সংকটে জনগণের পাশে থাকে ছাত্রলীগ : শিক্ষামন্ত্রী

ছবি: গ্লোবাল টিভি

সুজন আহম্মেদ, চাঁদপুর: যে কোনো সংকটে ও দুর্যোগে জনগণের পাশে থাকে ছাত্রলীগ। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজিত চাঁদপুর পৌর শহর ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম। ছাত্রলীগ মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে মানুষের সহযোগিতা করে। স্বাধীনতার সপক্ষের দল আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়। আর আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে বারবার সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। তাই আগামীতে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কারো সাধ্য নেই আওয়ামী লীগকে পরাজিত করে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা  ছাত্রলীগের সভাপতি মোঃ জাহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রবিন পাটোয়ারী।
এএইচ