ছবি: গ্লোবাল টিভি
নিজস্ব প্রতিবেদক : অদৃশ্য নির্দেশে বিএনপি আন্দোলন করে ব্যর্থ হয়ে হতাশায় হাসপাতালে গিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আবারও তারা আওয়ামী লীগকে একদলীয় সংসদের অপবাদ দিচ্ছে, বিএনপিকি দেখে না, সংসদে জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টিসহ অনেক দল রয়েছে।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রায় ৩০০০ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করার কথা জানিয়ে ওবায়দুল বলেন, মানুষের পাশে ছিলাম আছি থাকবো আর নির্বাচন মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এএইচ