ছবি: সংগৃহীত
ঢাকা থিয়েটার মঞ্চের দর্শকনন্দিত মঞ্চনাটক ‘ঘর জামাই’-এর ৩৬২তম প্রর্দশনী আগামীকাল ২৭ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭ টায় মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
১৯৬৮ সালে মলিয়ের নাটকটি রচনা করেন। ঘর জামাই মূলত ফরাসী নাটক, যার নাম Georges Dandin Ou Le Coufondy-এর বাংলা অর্থ-বিভ্রান্ত স্বামী। ১৯৯৩ সালে ‘ঘর জামাই’ প্রথম প্রদর্শন করে ঢাকার থিয়েটার মঞ্চ। বাংলায় নাটকটির রুপান্তর ও নির্দেশনা দেন গোলাম সারোয়ার।
এএইচ