ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ১০ রবিউস সানি ১৪৪৬

হিংসায় বিএনপি অন্ধ হয়ে গেছে: ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

হিংসায় বিএনপি অন্ধ হয়ে গেছে: ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

ছবি: গ্লোবাল টিভি

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, সরকারের উন্নয়নে বিএনপির হিংসা হয়, হিংসায় তারা অন্ধ হয়ে গেছে। অন্ধত্বের কারণে তারা সরকারের উন্নয়ন দেখতে পায় না। তারা এখনো স্বপ্ন দেখে পাকিস্তানের। 

তিনি আরো বলেন, বিএনপি দেশকে লুটপাট করেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করায় বিএনপির দুঃখ হয়, কষ্ট হয়। সেজন্য তারা বড় বড় কথা বলেন। 

তিনি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ফুটবল খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মেহারী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত সভায় তিনি বলেন, আমি রাষ্ট্রপতি হতে চাই না, আমি জনগণের সন্তান জনগণের সাথেই থাকতে চাই। 

সভায় মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম,জি হাক্কানী প্রমুখ। 

এএইচ