ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | ১২ মাঘ ১৪৩১ | ২৪ রজব ১৪৪৬

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত

ছবি: গ্লোবাল টিভি

সোহেল রানা বাবু, বাগেরহাট: বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় কাঁকড়া আহরণের সময় অনুকুল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছেন। গুরুতর আহত অনুকুল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। 

শুক্রবার বেলা ১১টার দিকে পূর্ব সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় কাঁকড়া আহরনের সময়  বাঘের আক্রমণের শিকার হনঅনুকূল। এ সময় একই গ্রামের বারেক শেখের ছেলে মাহবুব শেখের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন জানান, বাঘ অনুকুলের শরীরের বিভিন্ন স্থান থেকে গোস্ত ছিঁড়ে নিয়েছে। এখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান মোক্তাদীর বলেন, বাঘের হামলায় আহত অনুকুল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহাসীনউল- হাকিম এর পক্ষ থেকে চিকিৎসার জন্য দশহাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

এএইচ