ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১ | ৭ শা‘বান ১৪৪৬

অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

ফাইল ছবি

লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে আর্জেন্টিনাকে হারানোর পর এবার প্যারাগুয়েকেও হারিয়েছে ব্রাজিল। অপরদিকে বাঁচা-মরার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিহয়েছে আর্জেন্টিনা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে শনিবার প্যারাগুয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে প্যারাগুয়ে এগিয়ে গেলেও আট মিনিট পর সেলেসাওদের সমতায় ফেরান স্তেনিও। বিরতির পর ৫৫তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনাল্দ ফালকোসকি।  

একইদিনে গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। 

এএইচ