ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | ১৬ চৈত্র ১৪২৯ | ৯ রমজান ১৪৪৪

শিরোনাম

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত

ছবি: সংগৃহীত

গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লারিসা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রেন অপর একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় বলে জানা গেছে। ফলে আগুন ধরে যায় ট্রেন দুটিতে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, লাইনচ্যুত গাড়ি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ফায়ার সার্ভিসের ১৭টি গাড়ি ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে।                         

ট্রেন দুটি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।


ঘটনাস্থলে থাকা একজন অজ্ঞাতপরিচয় যুবকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে,‘ট্রেনের বগিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, লোকজন চিৎকার করছিল।’ অ্যাঞ্জেলোস সিমাউরাস নামে আরেক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন ‘এটি একটি ভূমিকম্পের মতো ছিল।’ 

লাজোস নামে আরেক যাত্রী বলেছেন, অভিজ্ঞতাটি ছিল ‘খুবই মর্মান্তিক। আমি আহত হইনি কিন্তু আমার কাছের অন্যান্য মানুষের রক্তে রঞ্জিত ছিলাম।’

গ্রিসের থেসালি অঞ্চলের আঞ্চলিক গভর্নর কোস্টাস অ্যাগোরাস্টোস এপি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘এটি খুব শক্তিশালী একটি সংঘর্ষ ছিল। 

সূত্র: বিবিসি। 

এএইচ