ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ৭ জ্বিলকদ ১৪৪৪

প্রভাব খাটিয়ে নির্বাচন থেকে সরিয়ে অপপ্রচারের অভিযোগ

প্রভাব খাটিয়ে নির্বাচন থেকে সরিয়ে অপপ্রচারের অভিযোগ

ছবি: গ্লোবাল টিভি

মো: রাজিবুল হাসান জুয়েল, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা  উপনির্বাচনে প্রভাবখাটিয়ে নির্বাচানী মনোনয়ন অবৈধ করে এখন ভোটারদের মাঝে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে বেসরকারিভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া উপজেলা চেয়ারম্যান কাজি আব্দুল ওয়াহীদের বিরুদ্ধে।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তোলেন ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রাহাত খান রুবেল।

এসময় তিনি অভিযোগ করে বলেন, আমি ভোটাদের অধিকার রক্ষায় চেষ্টা করেছি, কিন্তু উপনির্বাচনে নৌকা প্রার্থী কাজি আব্দুল ওয়াহীদ আমার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে প্রভাব খাটিয়ে মনোননয়ন বাতিল করান, যাতে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। তিনি এখানেই ক্ষান্ত হননি। এখন আমার বিরুদ্ধে টাকা নিয়ে নির্বাচন থেকে সরে গিয়েছি বলে অপপ্রচার চালাচ্ছেন। যা মোটেও সত্য নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

এসময় গণমাধ্যমকর্মি ছাড়াও উপস্থিত ছিলেন সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন শেখ, ৫নং ওয়ার্ড আওয়ামী  লীগ সাধারণ সম্পাদক সোহরাব বেপারি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই লাকুড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির পাশা প্রমুখ।

এএইচ