ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ৭ জ্বিলকদ ১৪৪৪

নীলফামারীতে দুর্যোগ প্রতিরোধে মহড়া

নীলফামারীতে দুর্যোগ প্রতিরোধে মহড়া

ছবি: গ্লোবাল টিভি

সোহেল রানা,  নীলফামারী: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উৎযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় শহরের ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মিয়ারাজ উদ্দিনের নেতৃত্বে নীলফামারী ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ এনামুল হক, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মেজবাহুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, সাংবাদিক, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এএইচ