ছবি: সংগৃহীত
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ভেতর থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর ঐ ভবনে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, উদ্ধার করা মরদেহসহ সবশেষ এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ জনে। ভবনে আর কোনো মৃতদেহ নেই।
তিনি বলেন, দুর্ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করেছে তদন্ত কমিটি। পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে।
এএইচ