ছবি: গ্লোবাল টিভি
মো. লুৎফর রহমান,হিলি (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে প্রাচীন গণেশ মুর্তি উদ্ধার করেছে পুলিশ। ৮ মার্চ রাতে উপজেলার শগুনখোলা গ্রামের মৃত আবুল বক্করের ছেলে মোঃ আবু তালেবের গভীর নলকূপের পানির ড্রেন খনন করার সময় একটি ধাতব পদার্থের পুরাতন মূর্তি পান। বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবগত করা হলে নবাবগঞ্জ থানা পুলিশ মোঃ আবু তালেবের বাড়ির গোয়ালঘর থেকে একটি হিন্দু ধর্মের দেবতা গণেশের ধাতব পদার্থের (পিতলের) আনুমানিক সাত ইঞ্চি আকারের হালকা কালো রংয়ের মূর্তি উদ্ধার করে।
মূর্তির সামনের অংশ ভাল ও পিছনের অংশ ভাঙা। মূর্তিটির প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় এটি জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এএইচ