ছবি: গ্লোবাল টিভি
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলা সদরে থানাব্রীজের পশ্চিম পাশে ফাস্টফুড চাইনিজ রেস্তোরাঁ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে ও সরেজমিনে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে থানাব্রীজের খায়রুল ইসলামের জেএস ফাস্টফুড চাইনিজ রেস্তোরাঁর ভিতরে আগুন দেখে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার সাথে সাথে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজের কম্প্রেশার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
খবর পেয়ে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফাস্টফুড চাইনিজ রেস্তোরাঁর মালিক খাইরুল ইসলাম জানান, ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি।
উল্লেখ্য, দুমকিতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্বান্ত হচ্ছে ভুক্তভোগী অনেক পরিবার।
পিরতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, প্রতিবছর এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুমকিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।
এএইচ