ফাইল ছবি
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ রবিবার বিকেল ৩টায় জস বাটলারদের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামের সাগরিকায় ইংল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।
ইংল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম সংক্ষিপ্ত ফরম্যাটটিতে জয় পেয়েছে চন্ডিকা হাথুরুসিংহের দল। ইংলিশদের বিপক্ষে প্রথম জয়ের এই স্মৃতি আরও স্মরণীয় হয়ে থাকবে, যদি আজ বাংলাদেশ সিরিজ জিততে পারে।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে শামীম পাটোয়ারীর জায়গায় দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।